Skip to main content





ময়মনসিংহ বিভাগ এর শেরপুরে অবস্থিত
"মাইসাহেবা জামে মসজিদ"

শেরপুর শহরের একটি পুরনো ঐতিহ্য হল "মাইসাহেবা জামে মসজিদ"। আনুমানিক ২০০-২৫০ বছর আগে নির্মিত হয় এই মসজিদটি বর্তমানে নতুন সংস্করণ
আনা হলেও এতে রয়েছে ঐতিহ্যের ছাপ।

মসজিদের নামকরণঃ
শেরপুরের তিন আনি জমিদার মুক্তাগাছা জমিদার কে দাওয়াত করেছিলেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার বিশ্রাম করার জন্য শেরপুরে একটি জায়গা চান। তখন মসজিদের এই স্থানে জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটি ঘর ছিল, শেরপুরের জমিদার এই জায়গা মুক্তাগাছার জমিদার কে দেবে
বলে মনস্থির করেন এবং হাতি দিয়ে ঘর ভেঙ্গে দেওয়ার আদেশ করেন। কিন্তু হাতি যখনি ঘরটির কাছে আসে তখনই সালাম দিয়ে বসে যায়। খবর পেয়ে তিন আনি জমিদার এসে দেখি ঘরের ভিতর একজন মহিলা সৃষ্টিকর্তার উপাসনায় মগ্ন জমিদার বিষয়টি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে চলে আসেন। সেই ধর্মপ্রান মহিলার নামই মাইসাহেবা। তার মৃত্যুর পর জমিদার এখানে যে মসজিদটি নির্মাণ করেন তার নাম দেন "মাইসাহেবা মসজিদ"।

মসজিদের অবস্থানঃ
এই মসজিদ টি শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত। কলেজ মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড রােডে প্রবেশ করতেই হাতের ডান পাশে অবস্থিত এই ঐতিহ্যবাহী মসজিদ টি।

তিন তলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় ৯০০০ মানুষ নামাজ আদায় করতে পারে। প্রতি শুক্রবারে শহরের বাহির থেকেও অনেক মুসল্লিগণ নামাজ আদায় করতে আসে এ মসজিদে।