ঘুরে আসতে পারেন ময়মনসিংহ বিজিবি ক্যাম্প সংলগ্ন ছোট্ট এই পার্কটিতে। একদম নিরিবিলি পরিবেশ, পাখির কিচিরমিচির সাথে সবুজ গাছ ও ঘাস দুটোই আছে। ব্রহ্মপুত্রের পাড়ে বসে পান করতে পারেন বিজিবি ক্যান্টিনের কফি বা চা অথবা চাইলে খেতে পারেন বিজিবি বেকারীর ফাস্টফুড। খড়ের ছাউনি অথবা গাছের নিচে পাতা স্টীলের বেঞ্চে বসে দেখতে পারেন ওপারের দুর্দান্ত কাশফুল সেই সাথে ফ্রি পাবেন নির্মল ঠান্ডা বাতাস। অত্যন্ত নিরিবিলি হওয়ায় জায়গাটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে।
.
জায়গাটি কেমন তা দেখে নিতে চাইলে লিংকে ক্লিক করুন,
ক্লিক করুন
(ঘুরতে গিয়ে পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখুন)
