আমাদের ফুলবাড়িয়া উপজেলার ইতিহাস
১৮৬৪ সালে প্রশাসনিকভাবে ফুলবাড়ীয়া থানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছু জটিলতার কারনে থানার সীমানা নির্ধারণ হয় ১৮৬৭ সালে। ১৯৮৩ সালের ০২ জুলাই ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়। ফুলবাড়িয়া উপজেলার আয়তন ৩৯৯ বর্গ কিলোমিটার। উপজেলাটি ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হল - নাওগাঁও ইউনিয়ন, পুটিজানা ইউনয়ন, কুশমাইল, বালিয়ান, দেওখোলা, ফুলবাড়ীয়া, বাক্তা, রাংগামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই, আছিম পাটুলী এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদ।
ইতিহাস
ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে ফুলবাড়ীয়ায় ফুলখড়ি এক ধরণের লাকড়ী জাতীয় গাছ জন্মাত। যা অত্র এলাকার মানুষ লাকড়ী হিসাবে ব্যবহার করত। ফুলবাড়ীয়ার পূর্ব নাম ছিল গোবিন্দগঞ্জ। ধারণা করা হয়ে থাকে ফুলখড়ি থেকেই ফুলবাড়ীয়া নামের উৎপত্তি হয়েছে।
মুক্তিযুদ্ধে_অবদান
ফুলবাড়িয়া মুক্তদিবস হল ৮ ডিসেম্বর। এ অঞ্চল মুক্তিযুদ্ধের সময় ১১ নাম্বার সেক্টরের অধীনে ছিল। ১৩ জুই সংঘটিত হওয়া লক্ষীপুর যুদ্ধ ফুলবাড়িয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। এতে শেখ মোজাফফর আলী এবং বাবু মান্নানের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিযুদ্ধা অংশ নেন। নিজেদের কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই ২৭ জন পাকসেনাকে খতম করা হয়। এছাড়াও ফুলবাড়িয়াতে সংঘটিত হওয়া উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে রয়েছে রাঙ্গামাটিয়া যুদ্ধ (১৭ জুন), আছিম যুদ্ধ (১৩ নভেম্বর), কেশরগঞ্জ যুদ্ধ ইত্যাদি।
শিক্ষা
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শেখ
১.ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজ। ২.কেশরগঞ্জ মহাবিদ্যালয় (১৯৯৮)। ৩.ফুলবাড়ীয়া ডিগ্রি মহাবিদ্যালয়। ৪.ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়। ৫.আছিম উচ্চ বিদ্যালয়।
৬.কান্দানিয়া উচ্চ বিদ্যালয়
৭.পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
৮. সন্তোষপুর উচ্চ বিদ্যালয়।
৯.হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়।
১০.মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। ১১.রাধাকানাই উচ্চ বিদ্যালয়।
১২. ফুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩. আছিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৪.শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৫. সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৬.কান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭.লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দর্শনীয়_স্থান
ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর রাবার বাগান ও বিস্তৃত বনভূমি। এছাড়াও এই অঞ্চলে ফুলবাড়ীয়ার ঐতিহ্য হলুদ চাষ, আনারষ চাষ এবং গাছের দিকে তাকালেই মিলবে বানরের দেখা এবং রাবার প্রক্রিয়ার বিষয়টিও দেখা যাবে রাবার বাগানের ভিতরেই রয়েছে সরকারী একটি ইন্ডাস্ট্রী।
একবার ঘুরে আসবেন এই সন্তোষপুর রাবার বাগান ও বানরের অফিস । মন যতই খারাপ থাকোক অবস্যই ভালো হয়ে যাবে।
এখন আপনাদের মনে হয়ত প্রশ্ন জাগবে কেমন করে!আর কিভাবে যাব?
ঢাকা মহাখালী বাস স্টেশন থেকে আলম এশিয়া পরিবহনে (লোকাল সার্ভিস) সরাসরি চলে যেতে পারেন ফুলবাড়িয়া উপজেলা সদরে। ভাড়া নেবে জন প্রতি ১৮০থেকে ২০০ টাকা। এ বাস সার্ভিসে গেলে সময় একটু বেশি লাগবে। সময় বাঁচাতে চাইলে মহাখালী বাস স্টেশন থেকে এনা পরিবহনে ২৪০ টাকায় চলে যেতে পারবেন ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাস স্টেশনে । সেখান থেকে ২০ কিলোমিটার দূরে ফুলবাড়ীয়া উপজেলা সদরে যেতে বাস বা CNG ভাড়া জন প্রতি ৪০ বা ৬০ টাকা। সেখান থেকে অটো বা CNG পরিবহনে আসতে পরেন কেশরগঞ্জ বাজার ভাড়া জনপ্রতি ২০ টাকা। কেশরগঞ্জ থেকে আবার অটো পরিবহনে কান্দুর বাজার চলেযেতে পারবেন ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা।
কান্দুর বাজার থেকে ব্রেনগারি বা অটো যোগে সরাসরি চলেযেতে পরবেন ঐতিহ্যবাহী বানরের অফিস বা রাবার বাগান দুইটা এক সাথেই নতুবা ১৫ থেকে ২০ মিনিট হাঁটলেই চলে যেতে পারবেন রহস্যময় এই স্থানে।
ফুলবাড়িয়ার অনন্য দর্শনীয় স্থান গুলোঃ
বালিয়ান ইউনিয়নের ঐতিহাসিক বাসনা ঈদগাহ মাঠ, কালাদহ ইউনিয়নের কৈয়ারছালা ঈদগাহ মাঠ যা ময়মনসিংহ (দক্ষিন অঞ্চলের) বৃহত্তম এবং দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান ।
ফুলবাড়ীয়ার আলাউদ্দীন পার্ক বহু লোকের জন্য দৃষ্টিনন্দন পার্ক ।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা গ্রামে অর্কিড গার্ডেন (অরকিডের বাগান) অবস্থিত। মনোমুগ্ধকর এ বাগানে সাত জাতের একুশ ধরনের মোট তিন লাখ অর্কিড রয়েছে। অধিকাংশ অর্কিড বিদেশে রপ্তানী হচ্ছে। বাগানটি জুলাই ২০০২ সালে ১১ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়।এবং একটি বিশাল বড় রাবার বাগান ও আছে।
হাজার বছরের প্রাচীন কারুকাজ সম্বৃদ্ধ সম্পন্ন পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ ফুলবাড়ীয়া উপজেলায় জোরবাড়ীয়া (পূর্ব) গ্রামে মরহুম আঃরশিদ খান সাহেবের বাড়ীতে (খান বাড়ীতে) অবস্থিত। ফুলবাড়ীয়া পুলিশ স্টেশন থেকে মসজিদটির দূরত্ব মাত্র 3.4 কিলোমিটার।
ফুলবাড়ীয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিশাল বনাঞ্চল, বড় বিল, আনই রাজার দীঘি (আনইগাং), ।
চৈত্র মাসের শেষ দিন ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের দশমাইল নামক স্থানে খোলা মাঠে শুরু হয় ঐতিহাসিক হুম গুটি খেলা । এই খেলা বিকাল চার ঘটিকায় শুরু হয় এবং হাজার হাজার জনগন একত্রে এই খেলা খেলে এবং উপভোগ করে।
পিক গুলো ১নং নাওগাঁও ইউনিয়নের আমাদের ৮নং ওয়ার্ডের সন্তোষপুরের রাবার বাগান ও ফরেস্ট অফিসের তবে এই খানে ৫০০+ বানর থাকায় বানরের অফিস নামেই পরিচিত😊😊
তথ্য দিয়েছেনঃ  খাদিমুল ইসলাম
  
  

