সিভিঃ
১। সিভি ফাইল সব সময় PDF হিসেবে পাঠাতে হবে।
২। সিভি সেন্ড করার সময় ইমেইলের Subject Line খালি রাখা যাবে না। অবশ্যই Subject Line এ Position Title লিখতে হবে।
যেমন -
☍☍ Applying for the position of MTO.
☍☍ Applying for the post of Senior Executive.
☍☍ Referral from Sazzat Hoque, Candidate for Senior Merchandiser.
৩। প্রফেশনাল ইমেইল আইডি ব্যবহার করতে হবে। ফেক কিংবা অদ্ভুত নামের ইমেইল আইডি যেমন angel@gmail.com, bekarchele@yahoo.com দিয়ে আবেদন করলে আপনার সিভি খুলেও দেখা হবে না।
৪। CV File কে সুন্দরভাবে নামকরণ করতে হবে । 
যেমন-
.......................
যেভাবে নামকরণ করা যাবে না 
৫। অভিজ্ঞতা এবং ইনফরমেশন কম হলে font size ১২ এবং অভিজ্ঞতা এবং ইনফরমেশন বেশি হলে font size 11 ব্যবহার করতে হবে। সিভির প্রথম থেকে শেষ পর্যন্ত same size font ব্যবহার করতে হবে। heading /Title সব গুলোর সাইজ বড় হবে।
৬। সিভি তে ফরমাল এবং আপডেট ছবি দিতে হবে। অনেক বছর আগের ছবি, সেলফি কিংবা ক্যাজুয়াল ছবি দেওয়া যাবে না।