শফিক একটি পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে পড়েছে। মিঠুন এসে জিজ্ঞাসা করল-
মিঠুন: কিসের ব্যবসায় নেমেছিলি?
শফিক: আর বলিস না, পেট্রলপাম্প খুলেছিলাম একটা। একটা দিনও গাড়ি নিয়ে কেউ এলো না!
মিঠুন: কেন এলো না?
শফিক: এই যে ভবনটা দেখছিস, এটার দোতলায় দিয়েছিলাম পাম্পটা। মনে হয়, আরও উপরে গেলে ভালো করতাম।👺